সামাজিক কর্মকাণ্ডঃ
বিএনপি১৯৩১ ডট কম (bnp1931.com) দেশে এবং বিদেশে জিয়াউর রহমান ও তারেক রহমানের আদর্শ ও কর্মকাণ্ডকে প্রতিনিয়ত ছড়িয়ে দিতে কাজ করবে নিরলসভাবে। সাথে সাথে সামাজিক বিভিন্ন উন্নয়নমূলক কাজেও ভূমিকা রাখবে বিএনপি১৯৩১ ডট কম (bnp1931.com)। অলাভজনক স্বেচ্ছাসেবী এই সংগঠনটি গরিব, দুস্থ ও অসহায় মানুষের কল্যাণে কাজ করতে প্রতিজ্ঞাবদ্ধ। সারাদেশে সকল পর্যায়ে শিক্ষার প্রসার ঘটাতে শিক্ষাবৃত্তি এবং সকল পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বিভিন্ন কর্মসূচি পরিচালনা করবে বিএনপি১৯৩১ ডট কম (bnp1931.com)।